ফারজানা আক্তার, কুলিয়ারচর(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ১৩ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকার সময় কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাকে মারধরের প্রতিবাদ করায় ছোট ভাইকে ছুরিকাঘাত করেন মাদকাসক্ত বড় ভাই নাইম (২২)। নাঈম উপজেলার পশ্চিম তারাকান্দি গ্রামের এমাদ মিয়ার ছেলে। জানা গেছে ছুরিকাঘাতে আহত ছোট ভাই আবু সায়েম (১৮) আশংকাজনক অবস্থায় আছেন।
এ ব্যপারে নাঈমের বাবা এমাদ মিয়া বাদি হয়ে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেন।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ঘটনার পর অভিযুক্ত নাঈমকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।