স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের হোসেনপুর এসটি বাংলা টিভি পরিবারের নিজ অফিসে সন্ধ্যায় পর রাত ৮টার দিকে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দ্বিতীয় বর্ষে পা রাখলো আবির agro গ্রুপের আই পি টেলিভিশন চ্যানেল এসটি বাংলা টিভি
প্রতিষ্ঠাবার্ষিকীতে তারুণ্য আর অভিজ্ঞতার সমন্বয়ে ‘নিরলস ছুটে চলার’ প্রত্যয় ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির নীতি-নির্ধারকেরা। প্রথম বছরে আমরা বস্তুনিষ্ঠ খবর তুলে আনার চেষ্টা করেছি। দেখিয়েছি ঘটনার পেছনে লুকিয়ে থাকা ঘটনা। সংবাদকে দু:সংবাদের ঘেরাটোপ থেকে বের করে, সুসংবাদে সম্ভাবনার বাংলাদেশের কথা বলেছে এসটি বাংলা টিভি
সামনের দিনগুলোতেও দেশের কল্যাণে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে ধারা অব্যাহত রাখতে চান বাংলা টিভি র পরিবারের নীতি নির্ধারকগণ
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসটি বাংলা টিভি’র প্রধান উপদেষ্টা এডভোকেট মাহবুব রহমান , নির্বাহী পরিচালক মোঃ আল আমিন ভূঁইয়া এল,এল,বি, প্রধান সম্পাদক শামীম সরকার, সম্পাদক তৌহিদুল ইসলাম সরকার, বিদেশি রেমিটেন্স যোদ্ধা তোফাজ্জল হোসেন, দৈনিক তৃতীয় মাত্রা কিশোরগঞ্জ প্রতিনিধি মানিক মিয়া,
নান্দাইল উপজেলা প্রতিনিধি হৃদয় হাসান রায়হান জুবায়ের রুবেল .রিপন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এডভোকেট মাহবুবুর রহমান বলেন, `আপনারা দেশের উন্নয়নে কাজ করবেন, দেশের কল্যাণে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থেকে সমাজে ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি বিরুদ্ধে ন্যায়ের পক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন।
২০২১ সালের ১০ সেপ্টেম্বরে পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে আই পি টেলিভিশন এসটি বাংলা টিভি । এরপর ১৫ সেপ্টেম্বর বিকেলে শুরু হয় আনুষ্ঠানিক যাত্রা।