ফারজানা আক্তার, কুলিয়ারচর(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মোট ৩৭ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
১৪ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াছির মিয়া,ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা পরিষদের সদস্য ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জিল্লুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,উপজেলা পূজা কমিটির সভাপতি এড. মনমদ, উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ,চেয়ারম্যান বৃন্দ, সাংবাদিক বৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসের সিএকাম কম্পিউটার ফজলুর রহমান পটল।