মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের জন্য দেওয়ানহাটের আরমান হোটেলকে ১ লক্ষ টাকা ও হামজারবাগের মায়ের দোয়া বেকারীকে ২৫ হাজার টাকা জরিমানা
আজ মঙ্গলবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এর নেতৃত্বে পরিচালিত অভিযানে নগরের ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট এলাকায় রান্নাঘরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে হোটেলের খাদ্য প্রস্তুুত করার দায়ে আরমান হোটেলের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১ লক্ষ টাকা ও একই অভিযানে পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারী পণ্য প্রস্তুুত করার দায়ে মায়ের দোয়া বেকারীর বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.