মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ঝাউতলা বাজারের আবু হোটেলকে ৩০ হাজার টাকাসহ ১০ ব্যক্তিকে ৫৩ হাজার টাকা জরিমানা।
আজ সোমবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এর নেতৃত্বে পরিচালিত অভিযানে নগরের পাহাড়তলী থানাধীন ঝাউতলা বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে হোটেলে খাবার তৈরী করা ও বিক্রির দায়ে আবু হোটেল এন্ড রেস্টুরেন্ট এর বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এর নেতৃত্বে নগরীর মোহরা কামাল বাজার,কাজীরহাট এলাকায় আরকান রোডের উভয় পার্শ্বের রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৯ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.