সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর কমলনগর উপজেলাতে কাভার্ড ভ্যান চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার ২জন যাত্রী নিহত হয়েছেন। এই সময় আরও দুইজন আহত হয়েছেন। শনিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের উপজেলা ফায়ার সার্ভিস কার্যালয়ের এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আরিফ হোসেন (২১) ও জাকির হোসেন (২৫))। আরিফ উপজেলার চরজাঙ্গালিয়া এলাকার মো. সেলিমের ছেলে ও জাকির একই এলাকার হাফিজ উল্যার ছেলে। এই সময় স্বপ্না আক্তার (২৫) নামে এক নারী ও তার মেয়ে মীম আক্তার (৪) আহত হয়েছেন। আহত স্বপ্নাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্বপ্না একই এলাকার মো. সুমনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় কমলনগর থেকে কাভার্ড ভ্যানটি আসছিল। ঘটনাস্থল পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশাকে কাভার্ড ভ্যানটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, কাভার্ড ভ্যান চাপায় অটোরিকশার ২জন যাত্রী নিহত হয়েছেন। এসময় আরও দুইজন আহত হয়েছেন।