স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন কমান্ডো মোঃ বজলুল করিম মজনু মিয়া (৭৩)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
তার মৃত্যুতে শোক শপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী, চন্ডিপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ইব্রাহিম সহ সর্বস্তরের মানুষ।
জানা যায় মুক্তিযোদ্ধা বজলুল করিম মজনু বার্ধক্যজনিত কারণে বিকাল ৪:৩০ মিনিটে তার নিজ বাড়িতেই ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কোদালিয়া এস.আই উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
এ সময় বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী ও পাকুন্দিয়া থানার (ওসি) তদন্ত সুমনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল। এর আগে বীর মুক্তিযোদ্ধার কফিনে শ্রদ্ধা জানায় উপজেলা মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মেছবাহ উদ্দিন ও মুক্তিযোদ্ধাগন। বীর মুক্তিযোদ্ধা বজলুল করিম মজনু তাহার কোন সন্তান ও উরশদার নেই।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.