শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
ঢাকাস্থ সামাজিক সংগঠন সেইভ শাল্লার উদ্যোগে সুনামগঞ্জের শাল্লা উপজেলা হল রুমে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
১০/৯/২০২২ রোজ শনিবার বেলা ১১টায়সময়শাল্লা বন্যায় ক্ষতি গ্রস্হ এস এস সি পরীক্ষাথীদের ঢাকাস্থ সামাজিক সংগঠন সেইভ শাল্লার চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের অধ্যাপক ডাঃ আবুল কালাম চৌধুরী'র সভাপতিত্বে সেইভ শাল্লার সাধারণ সম্পাদক নাট্যকার ব্যক্তিত্ব রুবেল শংকর বিশ্বাস এর সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়।
উক্ত অনুষ্ঠানে শাল্লার ১০০ শ গরীব অসহায় মেধাবী পরীক্ষাথীদের হাতে বৃত্তির চেক প্রদান করেন অতিথিবৃন্দ।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা প্রেসক্লাব সভাপতি পি সি দাস পীযুষ, মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার কালিপদ দাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ তোফায়েল আহমেদ, বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাওার মিয়া অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম,
ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস, শাল্লা সমিতি ঢাকা ও সেইভ শাল্লার উপদেষ্টা প্রবীণ ব্যক্তিত্ব শিল্পপতি নুরুল ইসলাম চৌধুরী,ভার্চুয়াল এ মাধ্যমেযুক্ত হন সিলেট থেকে শাল্লা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আল আমিন চৌধুরী প্রমুখ ।
সেইভ শাল্লার চেয়ারম্যান বৃত্তি প্রদান অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডা. আবুল কালাম চৌধুরী বক্তব্যে বলেন , শাল্লার সন্তান হিসেবে আমি গর্ব করে বলতে পারি অতীতের তুলনায় এখন শাল্লার পরিবেশ খুবই ভালো। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মনযোগ দিয়ে লেখা পড়া করার জন্য উপদেশ দেন।
শাল্লার মানুষের পাশে আমরা সবসময়ই থাকার চেষ্টা করি। দুর্যোগে দুর্বিপাকে সাধ্যমত সহযোগিতা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। আজীবন এই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করতে চাই বলে জানান।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.