প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৫:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২২, ৬:০২ পি.এম
গাইবান্ধারজেলাধীন সুন্দরগঞ্জ উপজেলায় দুই কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

★ বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ-
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুই কেজি গাঁজাসহ শাহাজাহান মিয়া(৩৪)নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার(৬সেপ্টেম্বর)র্যাব-১৩,গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট(মিডিয়া)মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃত শাহাজাহান মিয়া কুড়িগ্রামের উলিপুর উপজেলার চরবজরা গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়,মঙ্গলবার র্যাব-১৩,গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উজান ভুচাগাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।এসময় অবৈধ মাদকদ্রব্য দুই কেজি শুকনা গাঁজাসহ শাহাজাহান মিয়াকে আটক করা হয়।
মাহমুদ বশির আহমেদ আরও বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।একই সঙ্গে শাহাজাহানের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে এবং আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.