প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ১২:১০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২২, ৭:৩০ পি.এম
সুন্দরগঞ্জ উপজেলা কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপণ
★ বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ-
শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি সমির চন্দ্র ও সাধারণ সম্পাদক এড.উম্মে কুলছুম স্মৃতি এম পির নির্দেশনায় সুন্দরগঞ্জ উপজেলা কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে৷
রবিবার(২৮আগষ্ট)বিকেল ৪টায় সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর চরকের তল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কৃষকলীগের সভাপতি আতাউর রহমান মাষ্টারের সভাপতিত্বে বৃক্ষরোপণ করা হয়৷
উপজেলা কৃষকলীগের সভাপতি আতাউর রহমান মাষ্টার বলেন সবাইকে ৩টি করে গাছ লাগাতে হবে।সেটা নিজের জায়গায় হোক বা নিজের জায়গা না পেলে যেখানেই হোক, রাস্তার পাশে হলেও তিনটি করে গাছ লাগাতে হবে।শুধু গাছ লাগালেই হবে না।পরিচর্যা করতে হবে।
দলীয় প্রধানের নির্দেশে এবং সংগঠনের সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির আহ্বানে সাড়া দিয়ে রক্তাক্ত আগষ্টে সারাদেশে নিজ উদ্যোগে নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে আওয়ামী কৃষক লীগের নেতা কর্মীরা।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সভাপতি আতাউর রহমান মাষ্টার,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক,বকুল বিশ্বাস,উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সফিউদ্দৌলা (পায়েল)আশেক আলী মাষ্টার,শক্তি পদ বর্মন,নাজমুল হুদা, মনজুরুল হোসেন প্রামানিক সহ আরও অনেকে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.