প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ১:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২২, ৩:৩০ এ.এম
ভাইরাল সংবাদ এবার পাসপোর্ট দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর
অনলাইন ডেস্ক :-
ই-পাসপোর্ট চেয়ে আবেদন করে না পাওয়ার পর এবার পাসপোর্ট দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর।
রিটে স্বরাষ্ট্র সচিব,ইমিগ্রেশন এন্ড পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক(বিজি)অতিরিক্ত মহাপরিচালক পাসপোর্ট,ভিসা এন্ড ইমিগ্রেশন পরিচালক,প্রশাসন ও অর্থ পরিচালক,ই-পাসপোর্ট প্রকল্প পরিচালক,বিভাগীয় ভিসা ও পাসপোর্ট অফিস,ঢাকাযুগ্ম পরিচালককে,আঞ্চলিক পাসপোর্ট অফিস,ঢাকা বিবাদী করা হয়েছে।
মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এ রিট দায়ের করেন।রিট আবেদনে গত বছরের ১১নভেম্বর আবেদন করাই-পাসপোর্ট দিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না এবং নতুন ই-পাসপোর্ট দিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না,এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানান আইনজীবী।কন্ঠশিল্পী আসিফ আকবরের আইনজীবী এম আনিসুজ্জামান। জানান,গত বছরের ১১নভেম্বর নতুন ই-পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন আসিফ।কিন্তু এখনো তা দেওয়া হয়নি।তাই ই-পাসপোর্ট পেতে হাইকোর্টে রিট করেছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.