★ বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ-
গাইবান্ধার সুন্দরগঞ্জে মৎস্য আইনের আওতায় প্রায় ২হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।জানা যায়,মৎস্য আইনের আওতায় অবৈধ কারেন্ট জাল বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে উপজেলা মৎস্য কর্মকর্তা মো:তারিকুল ইসলাম সাবুর নেতৃত্বে একটি বিশেষ টিম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নগর কাটগড়া হাটসহ বিভিন্ন হাটে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল বিক্রির সময় আনুমানিক ১০হাজার টাকা মূল্যের প্রায় ২ হাজার মিটার জাল জব্দ করেন।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো:তারিকুল ইসলাম সাবু বলেন,কারেন্ট জাল মৎস্য সম্পদের হুমকিস্বরূপ।তাই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।অবৈধ কারেন্ট জাল বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।যারা আইন অমান্য করে মৎস্য সম্পদ ধ্বংস করবে তাদের আইনের আওতায় আনা হবে।কোন ছাড় দেওয়া হবে না।পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য কর্মকর্তা মো:তারিকুল ইসলাম সাবুর উপস্থিতিতে জব্দ করা অবৈধ কারেন্ট জালগুলো জনসম্মুখে ভষ্মিভূত করা হয়।