পুত্রসন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার নন্দিত চিত্রনায়িকা পরীমণি।বুধবার(১০আগস্ট)বিকেল ৫টা ৩৬মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নবজাতকের জন্ম দেন তিনি।বৃহস্পতিবার(১১আগস্ট)সকালে ছেলেকে প্রকাশ্যে আনেন নায়িকা।সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে তোলা ছবি পোস্ট করে পরী লিখেছেন,শাহীম মুহাম্মদ রাজ্য।তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও।অভিনন্দন তোমাকে।আমাদের রাজপুত্র।গত বছরের ১৭অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী।চলতি বছরের ১০জানুয়ারি তারা ঘোষণা দেন,তাদের ঘরে সন্তান আসছে।এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা।নবজাতককে বরণ করতে আয়োজনের কমতি রাখেননি ঢালিউডের রোমান্টিক এই দম্পতি।সন্তানের জন্য কেনাকাটা করে ঘরভর্তি করে ফেলেছেন।তারকা দম্পতির সন্তানের জন্য কেনা জিনিসপত্র দেখে নেটিজেনরা আগেই অনুমান করছেন,ছেলের মা হচ্ছেন পরী।অবশেষে সত্যি হলো প্রসঙ্গত,রাজ-পরীর দুষ্টু,মিষ্টি কিংবা আবেগমাখা কর্মকাণ্ড বরাবরই ভক্তদের নজর কেড়েছে।অন্তর্জালে তাদের নানান মুহূর্তের ছবি দেখে প্রেমের আকুতি জেগেছে নেটিজেনদের মনে।এবার নবজাতককে দেখার সাধ মিটল নেটিজেনদের।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.