প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ৯:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২২, ৯:৪৩ পি.এম
এইমাত্র পাওয়া সংবাদ বজ্রপাতে এক মহিলা নিহত
স্টাফ রিপোর্টার :-
রংপুরের পীরগাছায় বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে জাহেদা বেগম(৫০)নামে এক মহিলা নিহত হয়েছে।গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তালুক ইসাদ(দক্ষিণ পাড়া)গ্রামে এ ঘটনা ঘটে।নিহত জাহেদা বেগম ওই গ্রামের আনছার আলীর স্ত্রী।
পরিবারের লোকজন জানায়,শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির উঠানে রান্নার কাজ করছিল জাহেদা বেগম।এসময় মুষলধারে বৃষ্টির সাথে বজ্রপাত হলে তিনি মারাত্মক আহত হন।পরে তাকে পীরগাছা হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গতকাল রোববার বাদ যোহর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজার রহমান রেজা বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.