বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কে সবজিবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।
বগুড়া পৌর এলাকার কালিবালায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়া শহরের ধরমপুর ওলিরবাজার এলাকার আলহাজ কাজল হোসেনের ছেলে রেদোয়ান হাসান(১৭)এবং একই এলাকার শাহীনুর শেখের ছেলে সাদিক শেখ(২১)।
তাদের মধ্যে রেদোয়ান বগুড়া এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের এবং সাদিক নুনগোলা কলেজের শিক্ষার্থী।স্থানীয়রা জানান,ওই দুই শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে মাটিডালির দিকে যাচ্ছিলেন।
চালক এঁকেবেঁকে মোটরসাইকেল চালাচ্ছিলেন।
পথে কালিবালা এলাকায় ঢাকাগামী কাঁচামালবাহী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।এতে ঘটনাস্থলেই সাদিক ও রেদোয়ান নিহত হন।বগুড়ার ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক(এসআই)আব্দুল কাইয়ুম জানান,দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ট্রাক জব্দ করা গেলেও দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে।ওই দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.