যশোরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটে।পার্বতীপুর থেকে খুলনায় তেল আনতে যাওয়ার পথে যশোর রেলওয়ে জংশনে ট্রেনটি লাইনচ্যুত হয়।প্রত্যক্ষদর্শী মফিজুর রহমান বলেন,ট্রেনটি স্টেশনে ঢোকার সময় ধপ করে বিকট শব্দ হয়।
এ সময় ট্রেনের চাকার সঙ্গে পাথরের ঘষায় আগুনের ফুলকি ছুটতে থাকে।এরপর ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে আরেক লাইনে উঠে যায়।
জাকির হোসেন নামে এলাকার আরেক প্রতক্ষ্যদর্শী বলেন,এই স্থানে মাঝে মাঝেই ট্রেন লাইনচ্যুত হয়।পাঁচ থেকে ছয় মাস আগেও এখানে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।
যশোর স্টেশন মাস্টার আয়নাল হাসান রাত ৮টা ২০মিনিটে বলেন,আশা করছি ২০মিনিটের মধ্যে ট্রেন চলাচল শুরু হবে।