রংপুরের পীরগাছায় দুই মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে।এসময় ৪জন গুরুতর আহত হন।
মঙ্গলবার বিকেলে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের জামালগঞ্জ ব্রীজের উত্তর পাশে এ ঘটনা ঘটে।নিহত নাম সোহান বাবু(১৮)কৈকুড়ী ছড়ারপাড় গ্রামেন আব্দুর রউফ মিয়ার ছেলে।প্রত্যক্ষদশীরা জানান,বিকেল সাড়ে ৪টার দিকে জালালগঞ্জ ব্রীজের উত্তর পাশে উভয় দিক থেকে আসা দুটি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ৪জন গুরুতর আহত হয়।এদের মধ্যে সোহান বাবু ও তার চাচাতো বোন নিপা আক্তার(১৬)কে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সোহান বাবু মারা যান।তার চাচাতো বোন নিপা আক্তার ও অপর দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।অপর দুজনের নাম জানা যায় নি।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুমুর রহমান বলেন,সড়ক দুর্ঘটনায় নিহত সোহান বাবুর মরদেহ থানায় আনা হয়েছে।পরবর্তী প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.