রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকায় জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য,সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি করিম উদ্দিন ভরসা(৮৭)আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গতকাল বিকেলে মরহুমের বড় ছেলে সিরাজুল ইসলাম ভরসা তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,বাবা দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন।গতকাল দুপুরে তিনি মারা যান।
রাতে ঢাকায় গুলশান এলাকায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাবার মরদেহ হারাগাছ পৌরসভায় নিজ এলাকায় নিয়ে যাওয়া হবে।সেখানে রবিবার বিকেল সাড়ে পাঁচটায় হারাগাছ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হবে।
জানা গেছে,করিম উদ্দিন ভরসা রংপুরের বিড়ি শিল্প নগরীখ্যাত কাউনিয়া উপজেলার হারাগাছে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১সালের নির্বাচনে রংপুর-১(গঙ্গাচড়া) আসন, ১৯৯৬ ও ২০০১সালের জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা)আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।