অবশেষে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল জানা যাবে আজ।বৃহস্পতিবার(২১জুলাই)বেলা ১১টার দিকে ভোট গণনা শুরু হওয়ার কথা রয়েছে।ধারণা করা হচ্ছে,বিকেল চারটার দিকে ফলাফল প্রকাশিত হতে পারে।
সোমবার(১৮ জুলাই)দিল্লিতে নির্বাচনে দুই রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মু বনাম যশবন্ত সিনহার লড়াইয়ে দেশের প্রায় ৪হাজার ৮০০ জন সংসদ সদস্য ও বিধায়ক ভোট দেন।
জানা গেছে,দ্রৌপদী ক্ষমতাসীন দলের নির্বাচিত প্রতিনিধি। বিজেপি নেতৃত্বের হিসাব অনুযায়ী,তিনি অন্তত ৬২শতাংশ ভোট পেয়ে জিততে চলেছেন।অন্য দিকে,বিরোধী দলগুলির রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা প্রায় রোজই নির্বাচনের প্রচারে নিজের পক্ষে কথা বলেছেন।
এদিকে তৃণমূল বলেছে যশবন্ত যাতে বিরোধীদের পুরো ভোটটিই পান তার ব্যবস্থা করেছে তারা।
ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয় না। সাংসদ,বিধায়কদের ব্যালটে ভোট দিতে হয়।জানাতে হয় প্রথম ও দ্বিতীয় পছন্দও।বেগুনি রঙের কালির পেন দিয়ে ভোট দিতে হবে সংসদ সদস্য,বিধায়কদের।তবে সংসদ সদস্যদের জন্য থাকবে সবুজ ব্যালট পেপার ও বিধায়কদের জন্য গোলাপি রঙের।
[audio mp3="https://tokdernews.com/copy/wp-content/uploads/2022/07/bd_national_anthem-.mp3"][/audio]
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.