প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ১:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২২, ৪:৩০ এ.এম
সারাদেশে দোকান,শপিংমল খোলা থাকলে রাত ৮টার পর বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হবে

অনলাইন ডেস্ক :-
দোকানপাট,মার্কেট,শপিংমল রাত ৮টার পর খোলা থাকলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।আজ সোমবার(১৮ জুলাই)সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন,রাত ৮টা থেকে কোনোরকম দোকানপাট,শপিংমল,আলোকসজ্জা,সব বন্ধ থাকবে।বিশেষ করে বিদ্যুৎ বিভাগকে বলা হয়েছে,তারা খুব কঠিনভাবে এ বিষয়টি পর্যবেক্ষণ করবেন।যদি কেউ অমান্য করেন তাদের বিদ্যুতের লাইন আমরা বিচ্ছিন্ন করে দেবো।
প্রতিমন্ত্রী বলেন,অফিস সময়ের বিষয়ে আলোচনা হয়েছে।এটা নিয়ে এখনো পুরোপুরি সিদ্ধান্ত হয়নি।এটা নোটিশ আকারে যাবে।জ্বালানি তেল সাশ্রয়ের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন,আমরা যদি যানবাহনগুলো খুব হিসাব করে ব্যবহার করি,আমাদের সরকারি মিটিং যতগুলো হয়,আমাদের মন্ত্রণালয়ে বা অন্য অফিসে হয়,সেগুলো যদি আমরা অনলাইন করে ফেলি।এরই মধ্যে আমরা এতে অভ্যস্ত।গত দুই বছর তো আমরা করেছি।এতে আমাদের বাহনে অনেকখানি(জ্বালানি তেল)সাশ্রয় হবে।বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার পর সারাদেশে দোকান,বিপণি-বিতান,মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার পর গত ১৯জুন এ সিদ্ধান্ত নেয়,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়,যা ২০জুন থেকে কার্যকর হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.