প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ৯:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২২, ৭:২৪ পি.এম
বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক প্রভাত চন্দ্র রায় আর নেই

মো:রফিকুল ইসলাম লাভলু,রংপুর প্রতিনিধিঃ-
রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পূর্বদেবু গ্রামের আলোকিত মুখ,বীর মুক্তিযোদ্ধা,অবসরপ্রাপ্ত শিক্ষক, বিশিষ্ট রাজনীতিবিদ প্রভাত চন্দ্র রায় মৃত্যুবরণ করেছেন। তিনি সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে স্ত্রী,দুই ছেলে,দুই মেয়ে,নাতিনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রভাত চন্দ্র রায় ৬২ছাত্র আন্দোলন,৬৬এর ছয়দফা-১১দফার সংগ্রাম ১৯৬৯সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।তিনি উইং সেক্টর কমান্ডার এম,কে বাশার পরিচালিত ৬নং সেক্টরে এফ,এফ বাহিনীর জুনিয়র লিডার হিসেবে পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোষরদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে মরণপণ সংগ্রামে অবতীর্ণ হন।রাজনৈতিক জীবনে ছাত্র ইউনিয়ন,ন্যাপ মোজাফ্ফর,কমিউনিস্ট পার্টি ও পীরগাছা উপজেলা বাম- প্রগতিশীল রাজনীতি এবং পরে আওয়ামীলীগের রাজনীতিতে যুক্ত হন।প্রভাত চন্দ্র নেকমামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।
তার মৃত্যুতে পীরগাছা উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন,মুক্তিযোদ্ধা সংসদ,প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন।আজ মঙ্গলবার সকাল ১০ টায় তাকে রাষ্ট্রিয় মর্যাদায় সমাহিত করা হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.