প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৮:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২২, ৭:১৭ পি.এম
সেনা সদস্যের পিটুনীতে ২ শিশু ও মা হাসপাতালে
★কুড়িগ্রাম প্রতিনিধি :-
কুড়িগ্রামের উলিপুরে রাস্তায় ধুলো-বালু দিয়ে খেলাধুলা করাকে কেন্দ্র করে দুই শিশু সহ ২ মহিলাকে পিটিয়ে আহত করেছে,সেনাবাহিনীর তিন সদস্য।ঘটনাটি ঘটেছে,গত মঙ্গলবার উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের পন্ডিত পাড়া গ্রামে।
জানাযায়,উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের পন্ডিত পাড়া গ্রামের মমিনুল ইসলামের মেয়ে শেফা(৬)সিতু(১১)কাচা রাস্তার উপর খেলাধুলা করতে থাকায় সেনা সদস্য আবু ওবায়দা শিশু শেফা(৬)এর গলা ধরে বাঁশের টাটির উপর দিয়ে মাটিতে ফেলে দেয়।
এ ঘটনায় সিতু চিৎকার করলে অপর সেনা সদস্য রাসেল তাকে বাঁশের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি মারপিট করে।তার আত্নচিৎকারে শেফা ও সিতুর মা নুরুন্নাহার ও দাদী মনিরা এগিয়ে এলে সেনা সদস্য রহিম ও তার বাবা নজির হোসেন তাদেরকে মারপিট করে জামা কাপড় টেনে হিসড়ে ছিড়ে ফেলে বিবস্ত্র করে শ্লীলতাহানী করে।পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।এলাকাবাসীরা জানান ঈদুল আযহার ছুটিতে তিন ভাই সেনা সদস্য বাড়িতে এসেছে।এ ঘটনায় উলিপুর থানায় এজাহার করা হলে পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.