★অনলাইন ডেস্ক :-
তবে তামিম ইকবাল খানে এসেই যেন পূর্ণতার শুরু,ছড়িয়েছে সুরের ঝঙ্কার।প্রথম ওয়ানডেতে গায়ানায় দাপট দেখিয়েছে খান সাহেবের বাহিনী।বৃষ্টির অঝোরধারার পর কেবল অনুরণে প্রতিধ্বনিত হয়েছে টাইগারদের জয়জয়কার।বোলিং যে দাপটের শুরু তার সমাপ্তি হয়েছে ব্যাটে,বীরদর্পে।টেস্ট আর টি-টোয়েন্টিতে মুখ থুবড়ে পড়া টিম টাইগার্স ওয়ানডে এলেই যেন কেমন বদলে যায়,পেয়ে যায় এক জাদুর চেরাগ।আর সেক্ষেত্রে প্রতিপক্ষ যদি হয় ওয়েস্ট ইন্ডিজ হয়,তবে তো কথাই নেই।পরিসংখ্যান বলছে,ক্যারিবীয়দের ওয়ানডেতে টানা ৯ম্যাচে হারিয়েছে বাংলাদেশ।
এবারের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ আট ওয়ানডের সবক’টাতেই টাইগারদের বিজয় কেতন উড়েছে।২০১৮সালের ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে হিসাবের শুরু,সবমিলিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে খেলেছে ১৩টি,এরমধ্যে জয় ১১টায়!২০১৮ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে ছুটছে বাংলাদেশের জয়রথ। সেবার ২-১ এ সিরিজ জিতেছিল বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.