★অনলাইন ডেস্ক :-
এ সময় চাটমোহর পৌর সদরের জিতেন্দ্র নাথ সরকার(৫০) জিতেন্দ্রনাথ সরকারের স্ত্রী রেপতি সরকার(৪০)প্রকাশ হালদার এর স্ত্রী পুনতি হালদার(২৫)বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামের লক্ষণ হালদার(৭৪)গৌড় সরকারের স্ত্রী সীমা সরকার,সুভাষ(৪০)নগেন হালদার,বেড়া উপজেলার বনগ্রামের কোমল সরকার(৪৫)ও তার মেয়ে প্রিয়ন্তি,মানিকগঞ্জের উথুলী এলাকার মিলন রাজ বংশী (৪৬),নওগাঁর আত্রাই উপজেলার অজিত সরকার (৪০)ধানুয়াঘাটা এলাকার মিথিলা ও মেঘলা,লক্ষ্মীপুরের স্বপ্না ও ছবিসহ প্রায় ৪০ জন আহত হয়।এদের মধ্যে কোমল সরকার ও তার মেয়ে প্রিয়ন্তি,মিলন রাজ বংশী,সীমা সরকার ও অজিত সরকার পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।অন্যরা চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।স্থানীয় বাসিন্দা ও আহতরা জানান,গত বৃহস্পতিবার জিতেন্দ্রনাথ সরকারের মেয়ে প্রিয়াংকা সরকারের বিয়ে হয় ডিবিগ্রাম ইউনিয়নের বামনগ্রামের অর্জুন সরকারের ছেলে রাজিব সরকারের সাথে।জিতেন্দ্র সরকার তার আত্মীয় স্বজন নিয়ে নব বিবাহিতা মেয়ের শ্বশুরবাড়ি যাচ্ছিলেন।অনুষ্ঠানে যাওয়ার সময় প্রায় ৫০ জন আত্মীয় স্বজন বাসটিতে বামনগ্রাম যাচ্ছিলেন। বাসটি ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবীর উদ্দিনের বাড়ির কাছাকাছি পৌঁছালে একটি অটোভ্যানকে সাইড দিতে গিয়ে উল্টে পার্শ্ববর্তী খাদে পরে যায়।এ সময় তাদের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.