প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৮:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২২, ৮:৫৭ পি.এম
রংপুরে আবুল বাশারতকে কুপিয়ে হত্যা মামলায় বাবা-ছেলের ফাঁসির

★দৈনিক তোকদার নিউজ পোটাল থেকে,মোঃরফিকুল ইসলাম লাভলু,বিভাগীয় প্রতিনিধিঃ-
রংপুরের কাউনিয়ায় মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে বাবা আবুল বাশারতকে কুপিয়ে হত্যার মামলায় অভিযুক্ত দুই আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. তারিখ হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন- কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের নুর আমিন ও তার ছেলে মাহবুর ইসলাম। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামি মাইদুল এবং মাহফুজার রহমানকে খালাস দেয়া হয়েছে।রাষ্ট্রপক্ষের আইনজীবী নয়নুর রহমান টফি বিষয়টি নিশ্চিত করে জানান, কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের জিগাবাড়ি গ্রামের আবুল বাশারতের মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই উত্যক্ত করতেন পাশের বিশ্বনাথ গ্রামের নুর আমিনের ছেলে মাহবুর ইসলাম। মেয়েকে উত্যক্ত না করার জন্য বিষয়টি আবুল বাশারত তার মেয়েকে উত্যক্ত না করার জন্য মাহবুর ইসলামের বাবা নুর আমিনকে জানান। এতে ক্ষিপ্ত হয়ে উল্টো আবুল বাশারতকে হত্যার হুমকি দেন বখাটে মাহবুর । এ ঘটনাকে কেন্দ্র করে ২০১৮ সালের ২৫ নভেম্বর আবুল বাশারতের ওপর হামলা মাহাবুর ও তার লোকজন। গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান আবুল বাশারত। এ ঘটনায় আবুল বাশারতের স্ত্রী মর্জিনা বেগম বাদী হয়ে মাহবুর ইসলাম, তার বাবা নুর আমিনসহ ৭ জনকে আসামী করে কাউনিয়া থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ৪ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করেন। মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে নুর আমিন ও তার ছেলেকে ফাসির আদেশ দেন বিচারক।সেই সঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।আইনজীবী টফি জানান, এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানান তিনি।আসামিপক্ষের আইনজীবী রশীদ চৌধুরী জানান, তারা ন্যায্যবিচার পাননি।এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.