রংপুরের পীরগাছায় স্থানীয় বিরোধ মীমাংসায় সালিশ একটি কার্যকর পদ্ধতি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন।
মানবাধিকার ও ন্যায় বিচার নিয়ে কাজ করা নাগরিক উদ্যোগ এর আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পীরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান। নাগরিক উদ্যোগ এর পীরগাছা উপজেলা এরিয়া ম্যানেজার শ্যামল মোহন্ত এর স ালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ, সমাজ সেবা কর্মকর্তা এনামুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সেলোয়ারা বেগম, নাগরিক উদ্যোগ এর উধ্বর্তন কর্মসূচীর কর্মকর্তা আবু নাসের মাসুদ, সমাজ সেবক জাহাঙ্গীর আলম জালাল, উপজেলা নাগরিক অধিকার দলের সভাপতি মাহবুবার রহমান লা ু, বিচার ও সালিশ বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, পীরগাছা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক মুন্সি প্রমুখ। ন্যায় বিচার প্রতিষ্ঠায় মানবাধিকার শিক্ষা ও সালিশী ব্যবস্থা প্রকল্পের আওতায় মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তি, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.