প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৪:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২২, ১১:২৫ পি.এম
সুন্দরগঞ্জে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিদায় ও দোয়া অনুষ্ঠান
বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে খামার মনিরাম বালিকা উচ্চ বিদ্যা নিকেতনের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বিদ্যালয়ের আয়োজনে এ উপলক্ষে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান সরকার সুজার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুঃ মাহমুদ হোসেন মন্ডল। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোফাখ্খারুল ইসলাম বসুনিয়া বাচ্চু। এরআগে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দশম শ্রেণির শিক্ষার্থী মোছা. আতিকা আক্তার।সিনিয়র শিক্ষক মো. নূরুজ্জামান মিয়ার সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুল জব্বার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন, উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আহসান হাবীব খোকন, পুটিমারী উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহজাহান মিঞা, খামার মনিরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজেদুল ইসলাম, খামার মনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহেল রওশন, সহকারি শিক্ষক মো. শামীম হোসেন সরদার, বিদায় শিক্ষার্থী মোছা. মৌমিতা আক্তার, দশম শ্রেণির শিক্ষার্থী জোহরা আনহা জেমি, নবম শ্রেণির শিক্ষার্থী সাবিক্কা রহমান প্রমূখ।পরে প্রতিষ্ঠান, অতিথি ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায় শিক্ষার্থীদের মাঝে রজনীগন্ধা ফুলের স্টীকসহ বিভিন্ন পরিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সেই সাথে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতিথিদের বিভিন্ন সম্মাননা এবং বিদায় শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. মোফাখ্খারুল ইসলাম বসুনিয়া বাচ্চুকে বিভিন্ন বই, জায়নামাজ ও আতর দেয়া হয়। শেষে পরিক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. ছামিউল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.