1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হস্ত ও কুটির শিল্প মেলায় দর্শনার্থীদের ভিড়,চলছে মেলার নামে: লটারি বানিজ্য

  • প্রকাশ কাল বুধবার, ১ জুন, ২০২২
  • ২৯৫ বার পড়েছে
News
বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ-


স্কুল অথবা কলেজ মাঠে কোন মেলার আয়োজন করা যাবে না। শিক্ষা মন্ত্রণালয়ের এ নির্দেশনা অমান্য করে মুক্তিযোদ্ধাদের নাম ভাঙিয়ে জেলার সুন্দরগঞ্জ উপজেলার আ: মজিদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুরোদমে চলছে মুক্তিযোদ্ধা হস্ত ও কুটির শিল্প মেলা। আর ওই মেলা আয়োজনের ফলে বিকাল থেকে গভীর রাত অবধি উচ্চ স্বরের মাইকের শব্দে এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের পড়াশোনায় চরম বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিপাকে পরেছেন এসএসসি পরীক্ষার্থীরা। তবে অধিক শব্দের কারণে তাদের পরীক্ষার প্রস্তুতিতে ঘটছে বিঘ্ন। স্থানীয় অভিভাবকরা বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষেকে জানালেও হচ্ছে না কোন সমাধান।সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলার পেছনের দিকে র‌্যাফল ড্রর মঞ্চে সাজিয়ে রাখা হয়েছে টিভি, ফ্রিজ, মোটরসাইকেলসহ নানা রকম পুরস্কার। মাইকে বিভিন্ন বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। মঞ্চের সামনেই টেবিল-চেয়ার পেতে লটারির টিকিট বিক্রি করছেন একাধিক বিক্রেতা। কিনছে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিশুসহ অনেকেই। এ ছাড়া শতাধিক গাড়িতে করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে ঘুরে বিক্রি করা হচ্ছে লটারির টিকিট। প্রতিদিন গড়ে ১৫-২০ লাখ টাকার লটারি বিক্রি হচ্ছে।এদিকে মেলার নামে লটারি জুয়া চলায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এলাকাবাসীর মধ্যে। মেলার নামে লটারি বন্ধ করার দাবি জানিয়েছে সচেতন মহল। এসব লটারি বাণিজ্য বন্ধ না হলে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছে স্থানীয় লোকজন।ছবি:দৈনিক তোকদার নিউজ থেকে,সুন্দরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হস্ত ও কুটির শিল্প মেলায় দর্শনার্থীদের ভিড়,চলছে মেলার নামে: লটারি বানিজ্যএ বিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসক এর কাছে দৈনিক তোকদার নিউজ,এর প্রতিনিধির এক সাক্ষাৎকারে, অলিউর রহমান বলেন, আমরা শুধু হস্ত ও কুটির শিল্প মেলার অনুমতি দিয়েছি। সেখানে লটারি চালানোর কোনো সুযোগ নেই। আমরা এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেব।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST