আগামী ২৫জুন(শনিবার)পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনের সময় দেশি-বিদেশি অতিথিদের পাশাপাশি বিএনপি নেতাদেরও আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ মঙ্গলবার(২৪মে)দুপুরে রাজধানীর গণভবনে পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ নির্ধারণে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
সেতুমন্ত্রী বলেন,আগামী ২৫জুন(শনিবার)সকাল ১০টায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন ঘোষণা করবেন।আমরা প্রধানমন্ত্রীর কাছে পদ্মা সেতুর দুটো সারসংক্ষেপ দিয়েছিলাম।একটা পদ্মা সেতু উদ্বোধনের সামারি,যেখানে তিনি ২৫জুন তারিখ লিখে সই করেছেন।
আরেকটি ছিল পদ্মা সেতুর নাম‘শেখ হাসিনা সেতু’করার।সেটিতে তিনি সই করেননি।পদ্মা সেতুর নাম পদ্মা নদীর নামে হবে।এখানে কারো নাম থাকার দরকার নেই।বিএনপিকে আমন্ত্রণ জানানো হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন,সবাইকে আমন্ত্রণ জানানো হবে।যারা বেশি বিরুদ্ধে বলছেন,তাদেরকে আগে আমন্ত্রণ জানাব বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.