নেত্রকোনায় বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।এতে আহত হয়েছেন অন্তত ২৫জন।সোমবার ভোরে জেলার সদর উপজেলার চল্লিশা এলাকায় এ ঘটনা ঘটে।আহতদের দ্রুত উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নিহতরা হলেন ময়মনসিংহের নান্দাইল এলাকার বাসচালক সবুজ মিয়া(৩৫)ও সুনামগঞ্জের ধর্মপাশার বাসের সহকারী সোহেল মিয়া(২৫)।তবে আহতদের পরিচয় জানা যায়নি।জানা গেছে,সোমবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম থেকে একটি বাস নেত্রকোনার দিকে যাচ্ছিল।এ সময় বিপরীত থেকে আসা ময়মনসিংহগামী ধানবোঝাই একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই বাসচালক মারা যান।গুরুতর আহতবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সহকারীর মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)খন্দকার শাকের আহমেদ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.