ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রেমিকের বিয়ের খবর শুনে তার বাড়িতে অবস্থান নিয়েছে এক তরুণী(২৩)।জানা গেছে,উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামের কাজিম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেনের(২৮)সাথে ওই তরুণীর দীর্ঘ ১৩বছর ধরে প্রেমের সম্পর্ক চলছে।এদিকে আগামী বৃহস্পতিবার অন্য জায়গায় দেলোয়ার হোসেনের বিয়ে ঠিক হয়।এমন খবর শুনে শনিবার রাতে দেলোয়ারের বাড়িতে অবস্থান নেয় ওই তরুণী।তিনি জানান,স্কুল জীবন থেকে দেলোয়ার হোসেনের সাথে আমার প্রেমের সম্পর্ক।বিয়ের আশ্বাসে একাধিকবার আমাদের শারীরিক সম্পর্ক হয়েছে।এত কিছুর পরো হঠাৎ দেলোয়ার অন্য জায়গায় বিয়ে করছেন শুনে তার বাড়িতে অবস্থান নিয়েছি।তবে এ বিষয়ে দেলোয়ারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.