পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে এবার ভেসে এসেছে আট ফুট দৈর্ঘ্যের একটি জীবিত ইরাবতি মা ডলফিন।রোববার সকালে সৈকতের তিন নদীর মোহনায় ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা।ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান,ডলফিনটির শরীরে বেশ কিছু আঘাতে চিহ্ন আছে।ধারণা করা হচ্ছে,এটি জেলেদের জালে প্যাঁচানো ছিল।সেখান থেকে ছুটে এটি জীবিত অবস্থায় ভেসে আসে।পরে ১০টার দিকে এটি মারা যায়।এটির পেটে বাচ্চা রয়েছে।এ প্রসঙ্গে মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান,ডলফিনটি আলীপুর মৎস্য ঘাটে নিয়ে আসা হয়েছে।এর আগে গত ১৪মে কুয়াকাটা সমুদ্রসৈকতের গঙ্গামতি পয়েন্টে সাত ফুট দৈর্ঘ্য ও দুই ফুট প্রস্থের একটি পেট ফাটা মৃত ইরাবতি ডলফিন ভেসে আসে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.