টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেট নগর তলিয়ে গিয়েছিল চার দিন আগে।শেষ পর্যন্ত কমতে শুরু করেছে পানি।গত ২৪ ঘণ্টায় নগরের বেশ কিছু এলাকায় পানি কমেছে।কোথাও এক ফুট কোথাও আবার দেড় ফুট পর্যন্ত পানি কমেছে।
শুক্রবার(২০মে)বিকেলে সরেজমিনে নগরের মাছিমপুর, কলাপাড়া,লামাপাড়া,লালদিঘিরপার,কালীঘাট,সোবহানীঘাট, যতরপুর,উপশহর এলাকা ঘুরে তার বাস্তব চিত্র দেখা যায়।
সিলেট নগরের ১০নম্বর ওয়ার্ডের কলাপাড়ার বাসিন্দা আব্দুল জব্বার ঢাকা পোস্টকে বলেন,গতকাল রাত থেকেই আমার ঘরের পানি কমতে শুরু করেছে।এর আগের দুদিন ঘরে প্রায় দুই ফিট পানি ছিল।এখনো আমার ঘরে পানি আছে।তবে তা এক ফুটের চেয়ে কম।
উপশহর এলাকার বাসিন্দা ওবায়দুল্লাহ বিন এফ রহমান বলেন,গত তিন দিন আগে আমার ঘরে পানি ওঠে।এতে ঘরের আসবাবপত্রসহ অনেক মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়ে যায়। কিন্তু আজ দুপুরের পর থেকে আমার ঘরে আর পানি নেই।
বেসরকারি ব্যাংকের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন,গত ২৪ঘণ্টায় আমার এলাকা উপশহরের অনেক জায়গা থেকে পানি কমতে শুরু করেছে।এভাবে পানি কমতে থাকলে আশা করি আগামী তিন-চার দিন পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ জানান,ইতোমধ্যে সিলেট নগরে বন্যার পানি কমতে শুরু করেছে।বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে থাকলেও গত দুদিন ধরে তা অনেকটা কমেছে।
আজ সুরমার পানি ছিল বিপৎসীমার ১৩দশমিক ৬৯ সেন্টিমিটার উপরে,যা গতকাল ছিল ১৫সেন্টিমিটারেরও বেশি।ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত কমায় পাহাড়ি ঢলের পরিমাণও কমে আসছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.