পীরগাছায় দিনভর নেচে-গেয়ে আনন্দ-উল্লাস ও খেলা-ধুলার মাধ্যমে পালিত হলো জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা।বুধবার সকাল থেকে উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান।
করোনার কারণে বন্ধ থাকা ২০২১সালের এ প্রতিযোগিতাটিতে গতকাল বুধবার উপজেলার ১২স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। সকাল থেকে নাচ-গান,কবিতা আবৃত্তি,সুন্দর হাতের লেখা এবং দাবা প্রতিযোগিতা,ব্যাট মিন্টন প্রতিযোগিতা,দৌড়,সাতার,হাই জাম্প এবং লং জাম্পসহ নানা ধরনের খেলায় মেতে ওঠেন শিশু শিক্ষার্থীরা।শিক্ষক সাজ্জাত হোসেন,সামসুজ্জামান জনি ও ঈমান আলীর সার্বিক তত্ত্বাবধানে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের উদ্দেশ্যে বক্তব্য দেন,উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান, সহকারি শিক্ষা অফিসার আফজাল হোসেন,ছামসুজ্জামান, মোজাহিদুজ্জামান,রনজু আলম,পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান মন্ডল,চন্ডিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন প্রমুখ।বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীরা জেলা পর্যায়ের খেলায় অংশ নেবেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.