দৈনিক তোকদার নিউজ ডট কম,এর নিজস্ব,প্রতিবেদক :-
দেশের কোনো আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান এখন থেকে ওই প্রতিষ্ঠানের কোনো সহযোগী প্রতিষ্ঠান বা ফাউন্ডেশনের পরিচালক হতে পারবেন না।একই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহী কমিটি,নিরীক্ষা কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানদেরও সহযোগী প্রতিষ্ঠানের পর্ষদে থাকা নিষিদ্ধ।সে জন্য কোনো ব্যক্তি এ ধরনের কোনো প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা পরিচালক হিসেবে দায়িত্বরত থাকলে তাঁকে আগামী ৩০জুনের মধ্যে পদত্যাগ করতে হবে।এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনা জারি করেছে।নির্দেশনা অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক বা স্বতন্ত্র পরিচালক পদে দায়িত্ব পালন করা কেউ কখনো ব্যাংকের নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মী হতে পারবেন না।এখন যাঁরা আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন,তাঁদের আগামী ৩১জুলাইয়ের মধ্যে পদত্যাগ করতে হবে।কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্তটির ফলে অনেক আর্থিক প্রতিষ্ঠানেরই সহযোগী প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে পরিবর্তন আনতে হবে।পদ ছাড়তে হবে কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের উপদেষ্টাদেরও। আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার এই নির্দেশনা জারি করেছে।নির্দেশনা অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা পর্ষদ সদস্যদের সমন্বয়ে গঠিত নির্বাহী কমিটি,নিরীক্ষা কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত কোনো ব্যক্তি ওই আর্থিক প্রতিষ্ঠানের সহযোগী বা আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে গঠিত ও পরিচালিত কোনো কোম্পানি বা ফাউন্ডেশনের পরিচালক হতে পারবেন না।কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে,কোনো ব্যক্তি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক বা প্রতিনিধি পরিচালক বা স্বতন্ত্র পরিচালক হিসেবে ন্যূনতম এক বছর দায়িত্ব পালন করলে আর কখনোই তিনি ওই আর্থিক প্রতিষ্ঠানের নিয়মিত বা চুক্তিভিত্তিক কোনো পদে নিযুক্ত হতে পারবেন না।বর্তমানে কোনো আর্থিক প্রতিষ্ঠানে এমন কোনো নিয়োগ দেওয়া থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জুলাইয়ের মধ্যে পদত্যাগ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.