জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের ছাদ থেকে পড়ে অমিত কুমার বিশ্বাস নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আসম ফিরোজ-উল-হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।অমিত কুমার বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬শিক্ষাবর্ষের(৪৫তম আবর্তন)শিক্ষার্থী ও শহীদ রফিক–জব্বার হলের আবাসিক ছাত্র।তাঁর বাড়ি খুলনা শহরে।জানা গেছে,আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় দুপুরের খাবার খান অমিত।এরপর বন্ধুদের সঙ্গে হলে ফেরেন।বেলা আড়াইটার দিকে বৃষ্টিতে ভেজার জন্য হলের ছাদে যান অমিত।এ সময় পা পিছলে ছাদ থেকে পড়ে যান তিনি।পাঁচতলা থেকে পড়ার শব্দ শুনে কয়েকজন শিক্ষার্থী সেখানে যান।তাঁরা বমি করা অবস্থায় অমিতকে পড়ে থাকতে দেখেন।পরে অমিতকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।সেখান থেকে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।সেখানে নেওয়ার পর অমিতের হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়।পরে তাঁকে আইসিইউতে নেওয়া হলে সেখানেই মারা যান তিনি।ভারপ্রাপ্ত প্রক্টর আসম ফিরোজ-উল-হাসান জানান,অমিতের পরিবারের সঙ্গে তাঁরা যোগাযোগ করেছেন। তাঁর মা–বাবা রওনা দিয়েছেন।তাঁরা এসে আরিচা ঘাটে থাকবেন।সেখান থেকে অমিতের লাশ নিয়ে তাঁর বাড়ি খুলনায় যাওয়া হবে।অমিতের লাশ সৎকার হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সব ধরনের সহায়তা বিশ্ববিদ্যালয় প্রশাসন করবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.