*নিউজএডিটর:মোঃলিমনতোকদার।
বুকে ব্যথা নিয়ে রংপুর মেডিক্যাল কলেজ(রমেক)হাসপাতালে ভর্তি হয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।তাকে হাসপাতালের কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে(সিসিইউ)চিকিৎসা দেওয়া হচ্ছে।সিসিইউ বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা:শাকিল গফুর জানান,শনিবার রাতে গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে অবস্থানকালীন বুকে ব্যথা অনুভব করেন মন্ত্রী।রাত আড়াইটার দিকে তাকে অ্যাম্বুলেন্সে রমেক হাসপাতালে নেওয়া হয়।এখন তার চিকিৎসা চলছে।হাসপাতালের পরিচালক ডা:রেজাউল করিম জানান,মন্ত্রী এখন ভালো আছেন।কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।এ জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।আজ তাকে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে রংপুর ক্যান্টনমেন্ট থেকে ঢাকায় যান এখন সুস্থ আছেন।