বার্তাসম্পাদক:মোঃরফিকুল ইসলাম লাভলু।
শনিবার বিকেলে দিনাজপুরের কাহারোলের ঐতিহাসিক এবং হিন্দু সম্প্রদায়ের তীর্থ ভূমি শ্রী শ্রী কান্তজীউ মন্দির পরিদর্শন করতে এলে দিনাজপুর-১আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি ও রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্যকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান দিনাজপুর রাজ দেবোত্তর এষ্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম,পিপিএম(বার),এষ্টেটের সদস্য ডাঃডিসি রায়,সদস্য বিমল চন্দ্র দাস,অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি)মোঃআসলাম উদ্দিন।রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য মন্দিরের বিভিন্ন এলাকা পরিদর্শন এবং বিগ্রহ দর্শনকালে বলেন,দুর-দুরান্ত থেকে আসা ভক্তবৃন্দের জন্য মন্দির সংলগ্ন ভক্তনিবাস স্থাপন করা খুবই জরুরী।মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেন,কান্তজিও মন্দির ও মন্দির প্রাঙ্গণ এখন অনেক আধুনিক হয়েছে।তীর্থ যাত্রিরা প্রতিনিয়ত বিগ্রহ দর্শন করতে এবং নিয়মিত ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করতে আসছে।তীর্থ যাত্রী এবং টুরিস্টদের নিরাপত্তার জন্য পুলিশ ক্যাম্প নির্মাণ করা হবে।রাজদেবোত্তর এষ্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ বলেন,আমরা ভারতীয় হাই কমিশনারের অনুদানে অবিলম্বে মন্দির প্রাঙ্গণে ডাইনিং কাম কনফারেন্স রুম নির্মাণ করার চলমান প্রক্রিয়া চলছে।রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্যর সহ ধর্মিনী মধু ছন্দা ভট্টাচার্য ও মনোরঞ্জন শীল গোপাল এমপির সহ-ধর্মিনী গীতা রানী শীল এসময় উপস্থিত ছিলেন।