নির্বাহিসম্পাদক:মোঃমোকলেছুর রহমান মৃধা।
রাজশাহী ও জয়পুরহাট র্যাব-৫,এর যৌথ অভিযানে অস্ত্র ব্যবসায়ী ডাকাতকে ১টি বিদেশী পিস্তল,১টি ওয়ান শুটার গান এবং ১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে।
শুক্রবার(৬মে)বিকেলে নওগাঁর বদলগাছী মির্জাপুরে একটি পরিত্যক্ত টিনের বেড়া ঘড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত হলেন,দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিন বাসুদেবপুড় গ্রামের নুর মোহাম্মদের ছেলে আব্দুল হান্নান(৪৫)।
জয়পুরহাট র্যাব-৫,কোম্পানী অধিনায়ক মেজর হাসান মাহমুদ বলেন,রাজশাহী র্যাব ক্যাম্প কোম্পানি অধিনায়ক মেজর নাজমুল সাকিব ও জয়পুরহাট কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নির্দেশনা যৌথ অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেপ্তার করা।অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান হতে অবৈধভাবে সংগ্রহ করে ডাকাতি করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি।এছাড়া গ্রেফতারকৃত একজন অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র কয় বিক্রয়সহ নওগাঁ জেলায় ডাকাতি করে আসছিল তার নামে ডাকাতি মামলা রয়েছে। পরবর্তীতে বদলগাছী থানায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.