নিউজএডিটর:মোঃলিমনতোকদার।
পীরগাছা প্রেসক্লাবের সদস্যদের ঈদ উপহার দিয়েছেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি।তার পক্ষ থেকে আজ সন্ধ্যায় পীরগাছা প্রেসক্লাবের সদস্যদের মাঝে ঈদ উপহার তুলে দিয়েছেন উপজেলা আ.লীগের সভাপতি তসলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন।
এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি এম খোরশেদ আলমের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হক মুন্সী,সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক শাহ কামাল ফারুখ লাবু,আ.লীগ নেতা রেজাউল করিম লিটনসহ আরও অনেকে।পরে প্রেসক্লাবের সদস্যদের হাতে পাঞ্জাবি,লুঙ্গি ও নগদ সম্মানি তুলে দেন অতিথিরা।অনুষ্ঠানে উপজেলা আ.লীগের সভাপতি তসলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের হাতে বঙ্গবন্ধুর আত্মজীবনী মূলক বই কোটি মানুষের বঙ্গবন্ধু তুলে দেন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক শাহ কামাল ফারুখ লাবু।এর আগে রোববার প্রেসক্লাবের সদস্যদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরন করেন সিনিয়র সাংবাদিক শাহ কামাল ফারুখ লাবু, সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী শাহিন মিয়া।