বার্তাসম্পাদক,মো:রফিকুল ইসলাম লাভলু।
ঈদের দিন সারা দেশে বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এই বৃষ্টি দিনব্যাপী থাকার আশঙ্কা রয়েছে।সোমবার(২মে)অধিদপ্তরের আবহাওয়াবিদ মো:তরিফুল নেওয়াজ কবীর এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন,দেশের উত্তরাঞ্চলে যেমন-রংপুর,সিলেট ও ময়মনসিংহের অনেক জায়গায় ঝাড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।অন্যদিকে,রাজশাহী,ঢাকা,খুলনা,বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।রাজধানীতে সকালের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও তা পরিমাণে কম।তবে বিকেল এবং রাতের দিকে বেশি বৃষ্টি হতে পারে।উত্তরাঞ্চলের বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ বলেন,উত্তরের দিকে সারাদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।তবে রংপুর,ময়মনসিংহ ও সিলেট বিভাগে একটু বেশি বৃষ্টিপাত হবে।সেই তুলনায় দক্ষিণে বৃষ্টিপাতের পরিমাণ কম হবে।
নেওয়াজ কবীর আরও বলেন,গত রাত ১২টা থেকে পরবর্তী ৬ঘণ্টায় মাদারীপুর ও রাঙামাটিতে ২৫মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে।একই সঙ্গে আজ ভোরে ঢাকায় ঘণ্টায় ৪৯কিলোমিটার গতিতে ঝাড়ো হাওয়া বয়ে গেছে।আজকের আবহাওয়ার তথ্য জানিয়ে তিনি বলেন,আজকের আবহাওয়াও স্বাভাবিক থাকবে।বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরিমাণটা উত্তরের দিকে বেশি।আজ,কাল এবং আগামী পরশুদিন পর্যন্ত বৃষ্টিসহ বজ্রবৃষ্টি থাকবে।
ঈদের একদিন পর থেকে তাপমাত্রা আবার বাড়তে থাকবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.