★ নিউজএডিটর:মোঃলিমনতোকদার,তোকদার নিউজ,এর প্রতিবেদক।
কাউনিয়া উপজেলায় টাকার বিনিময়ে জুয়া খেলার সময় ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।এ সময় তাদের কাছ ১২ হাজার ৬৬টাকা ও জুয়া খেলার সরজ্ঞাম জব্দ করা হয়েছে। সোমবার রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামে তফিকর রহমান তুহিনের বসতবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোঃতফিকর রহমান ওরফে তুহিন(২৯),একই গ্রামের মৃত দছিম উদ্দিনের ছেলে মোঃ কামাল হোসেন(৩৬,মৃত অছির উদ্দিনের ছেলে মোঃহোসেন আলী (৪০)ও মৃত আব্বাস উদ্দিনের ছেলে মোঃ আব্দুল মজিদ(৩৩)।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাসুমুর রহমান জানান,হরিশ্বর গ্রামে অজ্ঞাত একটি বাড়ীতে টাকা বিনিময়ে কিছু যুবক জুয়া খেলছে।এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পৌন ১১টার দিকে তার নির্দেশনায় বালাপাড়া ইউনিয়ন বিট ইনচার্জ উপপরিদর্শক(এসআই)সাজু মিয়া ও সঙ্গিও ফোর্স হরিশ্বর গ্রামে অভিযান চালিয়ে তফিকর রহমান তুহিনের বসতবাড়িতে টাকা বিনিময়ে জুয়া খেলার সময় চারজনকে আটক করে।এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরজ্ঞাম সহ ১২হাজার ৬৬টাকা জব্দ করে পুলিশ।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাসুমুর রহমান বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানার উপপরিদর্শক (এসআই)সাজু মিয়া বাদী হয়ে জুয়া আইনে মামলা দায়ের করেছে।তাদেরকে মামলায় গ্রেফতার দেখিয়ে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।