দেশের বেশ কিছু অঞ্চলে বইছে তাপপ্রবাহ।শনিবার থেকে দেশের চার জেলা ও এক বিভাগে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। রবিবার(২৪এপ্রিল)দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।তাপপ্রবাহ আরও বিস্তৃত হতে পারে বলেও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
গত কয়েকদিন ধরে চলা ঝড়-বৃষ্টি একেবারেই কমে গেছে।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়।শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট ছাড়া দেশের কোথাও বৃষ্টি হয়নি।এসময়ে সিলেটে ৭মিলিমিটার ও শ্রীমঙ্গলে ১মিলিমিটার বৃষ্টি হয়েছে।শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪দশমিক ২ডিগ্রি সেলসিয়াস।রবিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে।আবহাওয়াবিদ খো.হাফিজুর রহমান বলেন,রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।এসময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১থেকে ২ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছেন এ আবহাওয়াবিদ।তিনি বলেন,রাজশাহী,পাবনা,গোপালগঞ্জ ও পটুয়াখালী অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।একই সঙ্গে তাপপ্রবাহ বিস্তৃত হতে পারে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.