ঝিনাইদহে বিএনপির উপজেলা ও পৌর কমিটির সম্মেলনে আসন পাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।শনিবার বিকেলে নগরীর এইচএসএস রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।দাঙ্গা গিয়ারে থাকা পুলিশ শনিবার একটি সমাবেশে হামলা চালায়,শত শত বিক্ষোভকারীকে ট্রাকে করে সরিয়ে দেয়।দাঙ্গা গিয়ারে থাকা পুলিশ শনিবার একটি সমাবেশে হামলা চালায়,শত শত বিক্ষোভকারীকে ট্রাকে করে সরিয়ে দেয়।পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছিল।
সংঘর্ষের আশঙ্কায় কমিটি না করে জেলা শহরে সম্মেলনের প্রস্তুতি বিএনপির একপর্যায়ে আসাদুজ্জামানের সমর্থকরাও স্লোগান দিয়ে কার্যালয়ের সামনে গিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া করে।ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট এম এ মজিদ জানান,উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শেখ মোহাম্মদ সোহেল রানা জানান,বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক তোকদার নিউজ ডট কম।