শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:০২ পূর্বাহ্ন
সৈয়দপুরে বিমানের ফ্লাইট বাতিল যান্ত্রিক ক্রটির কারনে।
-
প্রকাশ কাল
শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
-
২১৯
বার পড়েছে
দৈনিক তোকদার নিউজ ডট কমএর প্রতিনিধি।
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল করা হয়েছে।বৃহস্পতিবার রাত ৮টা ৪৫মিনিটে বিজি-৪৯৬বিমানটি সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের নির্ধারিত সূচি ছিল।এটি ছিল বিমানের সর্বশেষ ফ্লাইট।ফ্লাইট বাতিলের কারণে বিমানের ৭০যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন।পরে রাত ১১টার দিকে ২৬যাত্রীকে সৈয়দপুর শহরের একটি আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা করেছে বিমান কর্তৃপক্ষ।
ঢাকা শহরের আদাবর এলাকার বাসিন্দা এম এম ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের মালিক প্রকৌশলী হাফিজুর রহমান জানান,তিনি পঞ্চগড়ের বাংলাবান্ধায় বিজিবির একটি উন্নয়নমূলক কাজ করছেন।জরুরি প্রয়োজনে রাতে ঢাকায় ফিরতে এ বিমানে ওঠেন।বিমানে সব যাত্রী ওঠানোর পর যান্ত্রিক ত্রুটির কথা ঘোষণা দেওয়া হয়।প্রথমে ৩০মিনিট অপেক্ষা করতে বলা হলেও রাত সাড়ে ১০টা পর্যন্ত বিমান কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি।অপর দিকে এটি ছিল সৈয়দপুর থেকে বিমানের সর্বশেষ ফ্লাইট।তাই যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।এ বিষয়ে ইকো হেরিটেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের জেনারেল ম্যানেজার মাসুদ রানা জানান,বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ বিমানের ২৬যাত্রীর জন্য বুকিং দিয়েছে।রাত সাড়ে ১১টার দিকে ওই সব যাত্রী কক্ষে উঠেছে।যাত্রীদের মধ্যে শিশু ও নারী রয়েছে।যাত্রী ছাড়াও তাঁদের হোটেলে বিমানচালকসহ পাঁচ কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন।এ বিষয়ে কথা বলার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নীলফামারী জেলা ব্যবস্থাপক হারুন আর রশীদের মুঠোফোনে কল করলে তিনি ফোন ধরেননি।তবে ওই বিমানের যাত্রীরা শুক্রবার সকালের ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে বলে সূত্র জানিয়েছে।
দৈনিক তোকদার নিউজ ডট কম।
শেয়ার করুন
অন্যান্য সংবাদসমূহ
প্রযুক্তি সহায়তায় BTMAXHOST