এবারের রোজার ঈদে আসছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া জনপ্রিয় সংলাপ মাসুদ ভালো হয়ে যাও নামে একটি নাটক।মিশু সাব্বির ও নাদিয়া আফরিন মিম এতে অভিনয় করেছেন।
এনটিভির ঈদ আয়োজনে মাসুদ ভালো হয়ে যাও শিরোনামের নাটকের গল্পে দেখা যাবে,মাসুদ এলাকার পরিচিত মুখ।ঘাউড়ামির জন্য বেশ খ্যাতি;একটা গ্যাংও আছে তার।নেশায় সে বাইকার।
তারপর মাসুদ প্রেমে পড়ে,সেই প্রেমিকা নাদিয়া আফরিন মিম।তাকে পেতে মাসুদ আরও ঘাউড়ামি শুরু করে;সেসব গল্প জানা যাবে নাটকে।
নাটকটির ব্যাপারে পরিচালক প্রীতি দত্ত বলেছেন,কমেডি গল্প হলেও দর্শক একটা সামাজিক বার্তা পাবেন এখানে।আশা করছি,দর্শক এই মাসুদে হতাশ হবেন না।কিন্তু এই মাসুদ শেষ পর্যন্ত প্রেমিকাকে পেয়ে ভালো হয়েছিল কিনা,সেটা জানতে চোখ রাখতে হবে এনটিভির ঈদ আয়োজনে।
দৈনিক তোকদার নিউজ ডট কম।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.