রংপুর মেট্রোপলিটন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ সদস্যদের পুরস্কার দেওয়া হয়েছে।তাঁরা ক্রেস্ট,সার্টিফিকেট ও অর্থ পুরস্কার পেয়েছেন।সোমবার রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় মিলনায়তনে গত মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে এ পুরস্কার বিতরণ করা হয়।সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহা:আবদুল আলীম মাহমুদ বিপিএম।সভায় পুলিশ কমিশনার গত মার্চ মাসেম মহানগরী এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড এবং এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের নেওয়া পদক্ষেপগুলো পর্যালোচনা করেন।সেই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
সোমবার রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিবি এন্ড মিডিয়া)মোঃসাজ্জাদ হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,রংপুর মেট্রোপলিটন এলাকায় গত মার্চ মাসে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ আরপিএমপির অপরাধ বিভাগের মধ্যে কোতোয়ালি থানার শ্রেষ্ঠ উপপরিদর্শক(এসআই)হিসেবে পুরস্কৃত হয়েছেন মাহমুদুল হাসান ও মাহিগঞ্জ থানার উপপরিদর্শক(এসআই)কামাল হাসান।হারাগাছ থানার শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক(এএসআই)হিসেবে পুরস্কার পেয়েছেনমোঃউজ্জ্বল হোসেন।
আরপিএমপি মহানগর গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন মোঃগোলাম মোর্শদ।ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে পুরস্কার লাভ করেছেন অনিত্য কুমার বর্মন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনারসহ সকল উপ-পুলিশকমিশনার,অতিঃউপ-পুলিশ কমিশনার,সহকারী পুলিশ কমিশনার,সকল থানার অফিসার ইনর্চাজগণ সহ অন্যান্য অফিসারৃবন্দ।
দৈনিক তোকদার নিউজ ডট কম।