পুলিশ বাহিনীকে সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,পুলিশকে জনগণের পুলিশ হতে হবে।
আজ রবিবার(১০এপ্রিল)সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশ কর্তৃক দেশের ৬৫৯টি থানায় নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় স্থাপিত সার্ভিস ডেস্ক-এর উদ্বোধন এবং গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তর’ অনুষ্ঠানে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক বার্তাটা,এই পুলিশকে জনগণের পুলিশ হতে হবে আমি মনে করি,এই হেল্প ডেস্ক নির্মাণের মাধ্যমে নারী, শিশু,বয়স্ক,প্রতিবন্ধীদের সেবা দেওয়া এবং গৃহহীনদের গৃহ দেওয়া,এটা জনগণের পুলিশেরই কাজ।কাজেই আজকের পুলিশ জনগণের পুলিশ হিসেবেই আপনারা আজ মানুষের আস্থা,বিশ্বাস অর্জন করেছেন।
এই পুলিশকে জনগণের পুলিশ হতে হবে’-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ঐতিহাসিক বার্তাটার কথা পুলিশ সদস্যদের স্মরণ করিয়ে দেন তার কন্যা।
তিনি বলেন,আমি মনে করি,এই হেল্প ডেস্ক নির্মাণের মাধ্যমে নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবা দান করা এবং গৃহহীনদের গৃহ দেয়া,এটা জনগণের পুলিশেরই কাজ।আজকের পুলিশ জনগণের পুলিশ হিসেবেই আপনারা আজ মানুষের আস্থা,বিশ্বাস অর্জন করেছেন।
প্রধানমন্ত্রী বলেন,আপনারা জনগণের পাশে দাঁড়িয়েছেন,জনগণের পাশে থাকবেন এবং জনগণের কল্যাণে কাজ করে যাবেন,সেটাই আমাদের লক্ষ্য।
দেশের প্রতিটি থানায় নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ সার্ভিস ডেস্ক গঠন করায় বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
দৈনিক তোকদার নিউজ ডট কম।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.