রংপুরের কাউনিয়ায় টিসিবির ফ্যামিলি কার্ড দেওয়ার নামে উপকারভোগীদের কাছে প্রতারণা করে টাকা আদায়ের অভিযোগে নিরব হোসেন নিরাশা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার রাতে উপজেলার হারাগাছ ইউনিয়নের ধুমগড়া গ্রামে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।নিরব হোসেন নিরাশা উপজেলার হারাগাছ ইউনিয়নের সোনাতন দারগার চাতাল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।এ ঘটনায় হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ বাদী হয়ে হারাগাছ থানায় একটি মামলা দায়ের করেছেন।গতকাল মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ।
মামলার বরাত দিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা ইন্সপেক্টর তদন্ত এবিএম ফিরোজ ওয়াহিদ জানান,নিরব হোসেন নিরাশা হারাগাছ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য আদুরী বেগমের ছোট ভাই।নিরাশা নিজেকে চেয়ারম্যান এর প্রতিনিধি পরিচয় দিয়ে গতমাসে ধুমগড়া গ্রামে বেশকয়েকজন অসহায় দরিদ্র পরিবারের কাছে টিসিবির ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে প্রতিজনের কাছ থেকে ১১শত করে টাকা আদায় করে।শুক্রবার সন্ধ্যায় সে ধুমগাড়া গ্রাম গিয়ে চেয়ারম্যানের প্রতিনিধি পরিচয় দিয়ে অসহায় দরিদ্র মানুষদের কাছে টিসিবির ফ্যামিলি কার্ড দেওয়ার নামে আবারও টাকা দাবি করেন।স্থানীয় লোকজন প্রতারণার বিষয়টি টের পেয়ে তাকে আটক করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে খবর দেয়।পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ বলেন,প্রতারক নিরাশা তার ইউনিয়নের বাসিন্দা।কিন্তু সে চেয়ারম্যানের কোনো প্রতিনিধি নয়।নিরাশার প্রতারণার সাথে তার বোন সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও জড়িত থাকতে পারে বলে ধারণা করা যাচ্ছে।কারণ বিগত দিনে যাদের কাছ থেকে টাকা নিয়েছিল তাদের টাকা ফেরত দেওয়ার জন্য সংরক্ষিত মহিলা সদস্যকে বলেছিলাম।কিন্তু তিনি আমার কথা মানেননি।হারাগাছ থানা ইন্সপেক্টর তদন্ত এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন,প্রাথমিক তদন্তে টিসিবির কার্ড দেয়ার নামে প্রতারণার বিষয়টির সত্যতা পাওয়া গেছে।এ ঘটনায় রাতেই হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদী হয়ে মামলা দায়ের করেছে।মামলায় নিরব হসেন নিরাশা কে গ্রেফতার দেখিয়ে গতকাল রংপুর আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.