রংপুরের কাউনিয়ায় ঘরের মেঝেতে পুঁতে রাখা সাইদুল ইসলাম(২৪)নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার দুপুরে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্রামে ঘরের মেঝে খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় সাইদুলের জ্যাঠাতো ভাই রফিকুল ইসলামকে (৩০) গ্রেপ্তার এবং ও তার স্ত্রী বুলবুলি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
রফিকুল ওই গ্রামের হারেস উদ্দিনের ছেলে এবং নিহত সাইদুল একই গ্রামের অজিমুদ্দিনের ছেলে।তারা সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাই।পুলিশ ও স্থানীয়রা জানান,গত শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি সাইদুল।শনিবার সকালে রফিকুলের বাড়ির পাশে একটি ভুট্টা ক্ষেতে রক্তমাখা দা ও মাটিতে রক্তের দাগ দেখতে পেরে পুলিশে খবর দেয় স্থানীয়রা।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই রক্তের দাগ অনুসরণ করে রফিকুলের ছোট ভাইয়ের ঘরের মেঝেতে মাটিতে পুঁতে রাখা সাইদুলের মরদেহ উদ্ধার করে।মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাসুমুর রহমান।আটক রফিকুলের বরাত দিয়ে ওসি জানান,রফিকুলের স্ত্রী বুলবুলি বেগমকে প্রায়ই সময় কুপ্রস্তাব দিতেন সাইদুল।এ নিয়ে কয়েকবার নিষেধ করা হলেও তা মানেননি সাইদুল।
শুক্রবার রাত দশটার দিকে বাজার থেকে বাড়ি ফিরে ঘরের পেছনে সাইদুলকে দেখতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন রফিকুল।এসময় তাদের মধ্যে বাকবিতন্ডা হয়।একপর্যায়ে সাইদুলকে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে দা দিয়ে সাইদুলের ঘাড়ে কোপ দেন রফিকুল।এতে ঘটনাস্থলেই মারা যান সাইদুল।পরে মরদেহ নিয়ে এসে রফিকুল তার ঢাকায় অবস্থানরত ছোট ভাইয়ের ঘরের মেঝে খুঁড়ে পুঁতে রাখেন।
ওসি মাসুমুর রহমান আরও জানান,খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেলের ফরেনসিক বিভাগে পাঠানো।এ ঘটনায় আটক রফিকুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যা ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় রফিকুলের স্ত্রী বুলবুলি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।তবে৪/৫বছর আগে জমির আইল নিয়ে নিহত সাইদুলের সঙ্গে রফিকুলের হাতাহাতি হয়।পুলিশ সব দিক বিবেচনা করে তদন্ত অব্যাহত রেখেছে।
রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(এ সার্কেল)আবু তৈয়ব মোঃআরিফ হোসেন জানান,স্ত্রীকে কুপ্রস্তাব দিতেন বলে আসামি রফিকুল যে দাবি করছেন তা প্রকৃত কারণ নাও হতে পারে।হত্যা ঘটনায় আরও কোনো বিষয় জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।হত্যাকা-ের ঘটনায় জড়িত রফিকুলকে গ্রেফতার করা হয়েছে।হত্যা সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা এজন্য রফিকুলের স্ত্রী বুলবুলিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.